শ্রীমঙ্গলে ক্যাপসিকাম চাষ

0

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্যাপসিকামের চাষ করা হয়েছে। উপজেলার আশিদ্রোন ইউনিয়ন খলিলপুর গ্রামের কৃষক রায়হান আহম্মেদ এবার প্রথম ক্যাপসিকাম চাষ করেন। তিনি ৫ শতক জমিতে সুইট বিউটি জাতের বীজ রোপণ করেন। আর প্রথমবার চাষেই তিনি সফলতা পান।

তার জমিতে প্রায় ৩০০ গাছে ক্যাপসিকাম ধরেছে। এক থেকে দেড় ফুট উচ্চতার গাছে গাছে ঝুলছে সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকাম চাষের জন্য তিনি প্রথমে একটি গ্রিন হাউস নির্মাণ করেন। গ্রিন হাউসের চারদিকে নেট ও উপরে দেন পলিথিন। ভেতরে প্রবেশের জন্য রাখেন এটি দরজা। সেপ্টেম্বর মাসে জমিতে বীজ রোপণ করেন। রোপণের ১০ দিন পর বীজ থেকে চারা গজায়। চারা বেড়ে উঠতে ব্যবহার করেন জৈব সার ও জৈব্য কীটনাশক। নভেম্বরের প্রথম দিকে গাছে ফল আসতে শুরু করে।

কৃষক রায়হান আহম্মেদ জানান, বৃষ্টি, তাপমাত্রা, আদ্রতা ধরে রাখার জন্য তিনি গ্রিন হাউস পদ্ধতিতে ক্যাপসিকাম চাষ করেছেন। এই পদ্ধতিকে পোকা-মাকড়ের আক্রমণ থেকে খুব সহজে ফসল রক্ষা যায়। জমি তৈরি থেকে এ পর্যন্ত তার খরচ হয়েছে ৫ হাজার টাকা। বর্তমানে গাছে প্রায় ৫ শতাধিক ক্যাপসিকাম রয়েছে। চলতি সপ্তাহ থেকে ফসল তোলা শুরু করবেন। প্রতি কেজি বিক্রি হবে ১৫০-২০০ টাকা করে। এতে তার অনেক লাভ হবে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুকুর রহমান বলেন, এখানকার মাটি ক্যাপসিকাম চাষের জন্য উপযোগী। ফলন ভালো হয়। এটি একটি লাভজনক ফসল। ব্যাপক পরিসরে চাষ করলে কৃষকরা লাভবান হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here