আগামী বছর ১৮ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে ৪৭ তম আন্তজার্তিক কলকাতা বইমেলার। যা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। কলকাতার কাছেই সল্টলেকের ‘সেন্ট্রাল পার্ক’ বইমেলা প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক সূচনা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এবারের বইমেলার ফোকাল থিম কান্ট্রি ‘গ্রেট ব্রিটেন’ (ইউনাইটেড কিংডম)। এছাড়াও অন্য বছরগুলির মত এবারও যুক্তরাষ্ট্র, স্পেন, বাংলাদেশ, ফ্রান্স, ইতালি, থাইল্যান্ড, আর্জেন্টিনা, পেরু, কলম্বিয়া সহ বিশ্বের একাধিক দেশ অংশগ্রহণ করছে। প্রায় ১২ বছর পর ফের বইমেলা অংশগ্রহণ করছে জার্মানি। এছাড়াও দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ু, পাঞ্জাব, গুজরাট, আসাম, তেলেঙ্গানা, ওড়িশা থেকেও প্রকাশকরা এই বইমেলায় অংশগ্রহণ করবে।
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার এক পাঁচ তারকা হোটেলে (দ্য পার্ক) সংবাদ সম্মেলন করে বইমেলা সম্পর্কিত যাবতীয় তথ্য দেন আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজক সংস্থা ‘বুক সেলারস এন্ড গিল্ডে’র সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। এসময় সেখানে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে, কলকাতায় নিযুক্ত উত্তর ও উত্তর পূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু অ্যালেকজান্ডার ফ্লেমিং, ব্রিটিশ কাউন্সিলরের পরিচালক (উত্তর ও উত্তর-পূর্ব ভারত) ড. দেবাঞ্জন চক্রবর্তী প্রমুখ। এদিনের সংবাদ সম্মেলন থেকে থিম কান্ট্রি’র লোগো উন্মোচন করা হয়।
আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রধান আকর্ষণ কলকাতা সাহিত্য উৎসব। বইমেলার এসবিআই অডিটোরিয়ামে ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি এই সাহিত্য উৎসবে অংশগ্রহণ করবে দেশ বিদেশের প্রখ্যাত লেখক, সাহিত্যিকরা।