চাঁপাইনবাবগঞ্জে নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন গোলাম রাব্বানী

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩  আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. গোলাম রাব্বানী।

দলের মনোনয়ন না পেয়ে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
 
চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনটিতে প্রার্থীতা নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা ছিলো। কিন্তু গত রবিবার (২৬ নভেম্বর) টানা তিনবার নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপিকে চতুর্থ মেয়াদে আবারও মনোনয়ন দেওয়া হয়। 

তিনি আরও জানান, দলের সিদ্ধান্তেই স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয় অর্জন করব বলে আশা করছি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here