পাকিস্তান ক্রিকেটে ফের নাটকীয়তা, এবার সরে দাঁড়ালেন ইউসুফ

0

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে পাকিস্তান ক্রিকেটে নাটকীয়তা চলছেই। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে মোহাম্মদ ইউসুফের নাম ঘোষণার পরদিনই মত পাল্টায় পিসিবি। এরপর সাবেক এই ব্যাটারকে ব্যাটিং কোচের দায়িত্বে বহাল রাখা হয়। তাকে সরিয়ে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় আব্দুর রেহমানকে। আসন্ন আফগানিস্তানকে সামনে রেখেই এই দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই এবার নিজেকে সরিয়ে নিলেন ইউসুফ।

আচমকাই এই সিদ্ধান্ত জানিয়েছেন ইউসুফ। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আফগান সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। তার স্থলাভিষিক্ত করা হয়েছে আব্দুর রেহমানকে। প্রধান কোচের পাশাপাশি ব্যাটারদের দায়িত্বও সামলাবেন তিনি। 

দুবাইয়ের সারজাহতে অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে আগামী ২৪, ২৬ ও ২৭ মার্চ। শাদাব খানকে অধিনায়ক বানিয়ে দল ঘোষণা করেছে পাকিস্তান। একইসঙ্গে দল দিয়েছে আফগানিস্তানও।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here