অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পাত্রী তার পুরনো বান্ধবী পিয়া চক্রবর্তী। এই পিয়াকেই এর আগে বিয়ে করেছিলেন গায়ক অনুপম রায়। ২০২১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপরেই পরমব্রতর সঙ্গে সম্পর্কে জড়ান পিয়া।
সোমবার দুপুরে দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে আইনি বিয়ে সারেন পরম ও পিয়া। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরমব্রত এবং পিয়ার ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও নিকট বন্ধু-বান্ধবরা। সোমবার সন্ধ্যায় পরমব্রত তার সোশ্যাল মিডিয়ায় বিয়ের প্রথম ছবি পোস্ট করেন। যেখানে পরমকে দেখা গেছে কমলা রঙের পাঞ্জাবিতে, তার উপরে ঘিয়ে রংয়ের জহরকোট। অপরদিকে, পিয়া পরেছিলেন সাদা ও লাল শাড়ি, সঙ্গে লাল রঙের জামদানি ব্লাউজ, সোনার হার ও দুল, কপালে টিপ ও হালকা মেকআপ।
উল্লেখ্য, এর আগে, গত দু’বছর ধরে পরম ও পিয়া একসাথে ডেট করছিলেন। যদিও এটা নিয়ে তাদের কেউই মুখ খোলেননি। বছর দুয়েক আগে করোনাকাল ও ঘূর্ণিঝড় যস’এর সময় ত্রাণ বিতরণ করতে গিয়েই পরমব্রত ও পিয়ার বন্ধুত্ব হয়।
পরে সেই বন্ধুত্বই প্রেমে পরিণত হয়। এবার সেই পিয়ার সাথে আগামী জীবনটাও একসাথে বেঁধে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন এতদিন ধরে টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার হিসেবেই পরিচিত থাকা পরমব্রত। তবে কেবল পিয়াই নয়, এর আগে প্রয়াত অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন, অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, ফরাসি চিকিৎসক ইকা’র সাথেও সম্পর্কে জড়ান পরমব্রত। টলি পাড়ার কান পাতলে এখনো সেই সম্পর্কের কথা জানা যায়।