খাগড়াছড়িতে ট্রাকে আগুন, চালক দগ্ধ

0

খাগড়াছড়ির গুইমারায় দুর্বৃত্তরা সরকারি চালবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে। এতে ট্রাকটির চালক মো: ইসহাক মিয়া (২৮) আগুনে গুরুতর দগ্ধ হন। তাকে  প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় পাঠানো হয়। সোমবার ভোরে গুইমারার হাফছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, চট্টগ্রামের সাইলু গুদাম থেকে সরকারি চাল বোঝাই একটি ট্রাক ( ঢাকা মেট্রো -ট ১৩-৭৮৮৩ ) মাটিরাঙ্গা তাইন্দং খাদ্য গুদামে নিয়ে  যাওয়া হচ্ছিল ।  গুইমারার হাফছড়ি ইউনিয়নের  আলাউদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে রাস্তায় গাছ ফেলে দুর্বৃত্তরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের চালক ইসহাক মিয়া দগ্ধ হন। হেলপার বেলার হোসেনও (৩৫) আহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here