মালয়েশিয়ায় বিএনপির অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন সমূহ।
রবিবার স্থানীয় সময় বিকেলে কুয়ালালামপুর জি টাওয়ার হোটেলের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দাতু শ্রী কামরুজ্জামান কামাল।
তিনি বলেন, “গত ১৯ নভেম্বর মালয়েশিয়া বিএনপি সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে প্রবাসীদের মাঝে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা আশা করি তারা প্রবাসীদের বিভ্রান্ত করতে পারবে না। কারণ, প্রবাসীরা জানেন দেশে কী পরিমাণ উন্নয়ন হয়েছে। প্রবাসীরা দেশে তাদের পরিবারের সদস্যদের নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য বলবেন নিশ্চয়। কারণ, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মুকুল, সহ-সভাপতি দাতু আক্তার হোসেন, কাইয়ুম সরকার, মনিরুজ্জামান মনির, দাতু শ্রী জালান উদ্দিন সেলিম, আলহাজ্ব সাখাওয়াত হক জোসেফ, শওকত আলী তিনু, মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, প্রদীপ বিশ্বাস, আমিন সিকদার, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি বিএম বাবুল হাসান, সোহাগ সরকার, মশিউর রহমান লিংকন, রুহান আহমেদ, আপেল মাহমুদ, মওদুদ মোল্লা, খোরশেদ আলম, আবুল বাসার প্রমুখ।
মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে আওয়ামী লীগ সরকারের আমলে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সেসব তুলে ধরা হবে বলে জানান মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল।