রাজধানীর অদূরে সাভারে যাত্রীবেশে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার দেড় মাস পর অপরাধী চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এ সময় উদ্ধার করা হয়েছে ভিকটিমের ব্যবহৃত মোবাইলসহ ও বেশ কিছু নগদ টাকা। সোমবার দুপুরে আশুলিয়ায় নবীনগর র্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানায় সিপিসি-২ এর কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।
গ্রেফতারকৃতরা হলেন ভোলা জেলার মো. রাজু (৩০), একই জেলার মো. মহসিন (৪০), নুর আলম (২৮), মো. ইসমাইল (২০) ও মো. আক্তার (১৯)। র্যাব জানায়, গত ৮ অক্টোবর সাভারের হেমায়েতপুর এলাকায় চালক রমজান আলীর অটোরিকশায় যাত্রীবেশে উঠে ছিনতাইকারী চক্রের মূলহোতা রাজু ও তার সহযোগী ইসমাইল। এরপর অটোরিকশাটি নিয়ে ভাকুর্তার কাইসার চর এলাকার নির্জন স্থানে নিয়ে যায় ছিনতাইকারীরা। ওই স্থানে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারী চক্রের আরও তিনজন মিলে খেলনা পিস্তলের ভয় দেখিয়ে চালক রমজানের মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। রমজানের একমাত্র উপার্জনের মাধ্যম অটোরিকশাটিও ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সে চিৎকার শুরু করে।