নাটোরে একজনের মরদেহ উদ্ধার

0

নাটোর শহরের লালদিঘি থেকে নবাব আলী (৬০) নামে এক নাইট গার্ডের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লালদিঘিতে থেকে ওই মরদেহ উদ্ধার করে উদ্ধারকারী কর্মীরা। নিহত নবাব আলী (৬০) নাটোর শহরের কাঁঠালবাড়িয়া এলাকার মৃত আমির আলী ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নবাব আলী ১৫ বছর থেকে লালদিঘিতে নাইট গার্ড হিসেবে কাজ করে আসছিলেন। প্রতিদিনে মতো সোমবার ভোরে ফজরের নামাজ পড়ে তিনি দিঘিতে তিনি কাজে যান। এরপর থেকে নাইট গার্ড নবাব আলী নিখোঁজ হন। স্থানীয়রা সকাল ৭ টার দিকে ভাসমান নৌকা মাঝ দিঘিতে দেখতে পেয়ে দিঘির চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে না পেয়ে স্থানীয়রা দিঘির লিজ মালিককে বিষয়টি জানান। পরে তিনি ফায়ার সার্ভিস ও রাজশাহী ডুবুরি দলকে খবর দেন। ডুবুরিদল ঘটনাস্থলে এসে এক ঘন্টার চেষ্টায় লালদিঘি থেকে ওই নাইট গার্ডের মরদেহ উদ্ধার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here