দুদকের মামলায় সাহেদের জামিন বহাল

0

অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের দণ্ডিত রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে তিন মাসের মধ্যে হাইকোর্টে সাহেদের আপিল নিষ্পত্তি করতে বলা হয়েছে।

হাইকোর্টের জামিনের বিরুদ্ধে দুদকের আবেদন নিষ্পত্তি করে সোমবার (২৭ নভেম্বর) বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।  

গত ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার তিন বছর দণ্ডের রায় দেন। রায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পরে ৪ সেপ্টেম্বর এ মামলায় তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে জরিমানা স্থগিত করেন। গত ১৪ সেপ্টেম্বর বিচারপতি মো.আখতারুজ্জামানের একক বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেন।

এ জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক।   

প্রসঙ্গত, সাহেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে অস্ত্র আইনের একটি মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন একটি আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here