বিএনপিসহ সমমনা দল ও জোটের ডাকা সপ্তম দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে ভোলায় মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
রবিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে জেলা শহর থেকে ৫ কিলোমিটার উত্তরে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের পরাণগঞ্জ এলাকায় এ মশাল মিছিল করে তারা।
এদিকে, হঠাৎ করে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল শুরু হওয়ায় ওই এলাকায় যান চলাচলে কিছুটা ব্যঘাত ঘটে। তবে পুলিশ আসার আগেই মিছিলকারীরা সটকে পড়েন।