কক্সবাজারের টেকনাফ থানাধীন খারাংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬৩ বোতল অবৈধ বিদেশী মদসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা
আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড হোয়াইক্যং বিজিবি চেকপোষ্টের পাশে আয়ুব আলীর ছেলে মো. নূর (১৮)।
তিনি জানান, রবিবার রাতে র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে এক ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা ফেলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মো. নূর নামে এক মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীর হেফাজত হতে সর্বমোট ৬৩ বোতল বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকসহ বর্ণিত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।