সচেতন হলেই থ্যালাসেমিয়া প্রতিরোধ করা সম্ভব। এজন্য বিয়ের পূর্বেই ছেলে ও মেয়ে উভয়ের রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করা এবং রোগটি নিয়ে ব্যাপক প্রচারণা প্রয়োজন।
শনিবার নাটোরের আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ ও প্রাণ এগ্রো লিমিটেড এর কারখানার অভ্যন্তরে আয়োজিত মতবিনিময় সভায় এসব প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা।
নাটোরের আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে এ মতবিনিময় সভায় সহযোগিতা করেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল। অনুষ্ঠানে থ্যালাসেমিয়া রোগ নিয়ে সকলের মধ্যে সচেতনতা তৈরি, কিভাবে প্রতিরোধ করা যায় এবং থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা প্রটোকল নিয়ে আলোচনা করা হয়।
আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. একেএম একরামুল হোসেন ও চিফ মেডিকেল অফিসার ডা. কবিরুল ইসলাম।