দীর্ঘ অপেক্ষার পর সৌদি প্রবাসী রুবেলের মরদেহ দেশে ফিরেছে। যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে রুবেলের বাড়িতে তার মরদেহ এসে পৌঁছালে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
শনিবার বিকালে লাশবাহী অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে।
মৃত রুবেল হোসেনের লাশ বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে গত ২৬ জুলাই ২৩ বুধবার দুপুর ২টার সময় তার নিজ গ্রামে নিয়ে আসা হয়। কিন্তু কফিন খুলে দেখা যায় কফিনের ভেতর রুবেলের লাশ নেই। মৃত প্রবাসী রুবেল হোসেনের ঠিকানায় যে লাশটি পাঠানো হয়েছিল ওই লাশটি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার জবডল গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মোজাম্মেল হকের।
এরপর থেকে শুরু হয় রুবেল হোসেনের মরদেহ আসার অপেক্ষা। দীর্ঘ ৪ মাস ২৫ দিন অপেক্ষার পর অবশেষে দেশে আসে রুবেলের মরদেহ। নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে কবর দেওয়া হয়েছে বলে কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন নিশ্চিত করেছেন।