বিয়ে করছেন রণদীপ, পাত্রী কে?

0

ভারতীয় অভিনেতা রণদীপ হুদার বিয়ে নিয়ে বেশ কয়েক দিন ধরেই আলোচনা শোনা যাচ্ছিল। এবার তাতে সিলমোহর দিলেন ৪৭ বছর বয়সী অভিনেতা নিজেই। জানালেন, অভিনেত্রী লিন লায়শ্রমকে বিয়ে করতে চলেছেন। লিন লায়শ্রম পেশায় একজন মডেল এবং অভিনেত্রী। 

চলতি মাসেই তাদের বিয়ে। মণিপুরের ইম্ফলে আগামী ২৯ নভেম্বর বিয়ে করবেন তারা। তারপর মুম্বাইতে রিসেপশনের আয়োজন করা হবে।

২০০১ সালে মনসুন ওয়েডিং চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড অভিষেক ঘটে রণদীপের। এরপর একাধিক ব্যবসা সফল সিনেমায় কাজ করেছেন তিনি। যার মধ্যে রয়েছে-জান্নাত ২, ককটেল, জিসম ২, মার্ডার ৩, কিক, হাইওয়ে ইত্যাদি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here