দেশব্যাপী বিএনপি ও সমমনা দলের সন্ত্রাস-নৈরাজ্যের অবৈধ হরতাল ও অবরোধের প্রতিবাদে নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টার দিকে নোয়াখালী জেলা আওয়ামী লীগ এর উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।