সাদা বলে অভিষেকের অপেক্ষা বাড়ল টংয়ের

0

ইংল্যান্ডের হয়ে সাদা বলে অভিষেকের অপেক্ষা বাড়ল জশ টংয়ের। সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ড লায়ন্সের চলমান অনুশীলন ক্যাম্পে পাওয়া চোটে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে ছিটকে গেলেন এই পেসার।

অ্যান্টিগায় আগামী ৩ ডিসেম্বর শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য টংয়ের বদলি হিসেবে নেওয়া হয়েছে আরেক পেসার ম্যাথু পটসকে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য এখনও কোনো বদলি ঘোষণা করা হয়নি। এই ম্যাচগুলো হবে ১২ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত।

ইংল্যান্ডের হতাশাজনক বিশ্বকাপের পর ক্যারিবিয়ানে সাদা বলের দুই সংস্করণেই টংয়ের অভিষেকের সম্ভাবনা ছিল। টংয়ের দুর্ভাগ্যে সুযোগ পাওয়া ২৫ বছর বয়সী পটস এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন ৬টি, ওয়ানডে ৩টি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here