ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর থেকে টানা সমালোচিত হতে হচ্ছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শকে। কাপ নিয়ে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন অজি তারকারা। তখনই ট্রফির ওপর পা রেখে ছবি তুলতে দেখা গিয়েছিল মার্শকে। এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে তাকে।
অনেকেই বলছেন, এভাবে বিশ্বকাপ ট্রফির অপমান করেছেন অজি তারকা। আবার অনেকে বলছেন, অস্ট্রেলিয়ার সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতি গুলিয়ে ফেললে চলবে না। তবে এবার মার্শের কড়া সমালোচনা করলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।
উল্লেখ্য, বিশ্বকাপে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ বারের মতো চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।