আজ উদাস থাকার দিন

0

অনেক কিছু নিয়ে মাথা ঘামাতে ঘামাতে আপনি খুব ক্লান্ত। সিরিয়াস হতে হতেও বিরক্ত ভীষণ। দায়িত্ব আর কাজ নিতে নিতে আর কূলাতে পারছেন না? ব্যস, তবে আজ সেসব থেকে মুক্তি নিন। স্রেফ উদাস থাকুন সারাদিন। কোনো কিছুতে সিরিয়াস হওয়ার দরকার নেই। সব ভাবনা আর পরিকল্পনা ঝেড়ে ফেলে শুধু উদাস থাকুন।

কারণ, আজকে আপনার উদাস থাকার পূর্ণ অধিকার আছে। আজ উদাস থাকার দিন। উদাস দিবস। প্রতিবছর ২৫ নভেম্বর এই দিনটি উদযাপন করা হয়।

তাই আপনি চাইলে সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে থাকতে পারেন নির্লিপ্ত। উদাসীন চোখে তাকিয়ে থাকতে পারেন আকাশের দিকে। দেখতে পারেন মেঘের খেলা। অথবা রঙীন প্রজাপতির ডানায় তাকিয়ে থাকতেও কোনো বারণ। আবার এসবের সবকিছুও আপনি এড়িয়ে যেতে পারেন তুমুল উদাসীনতায়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here