ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেল আরও ৩৯ ফিলিস্তিনি

0

গাজা থেকে ১৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েলি কারাগার থেকে আরও ৩৯ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েলের কারা পরিষেবা (আইপিএস)।

আইপিএস জানিয়েছে, তারা তিনটি ভিন্ন কারাগার থেকে মুক্তি পেয়েছেন: মেগিদ্দো, ওফার এবং দামুন। বন্দীদের সবাই ১৮ বছর বা তার কম বয়সী নারী বা অপ্রাপ্তবয়স্ক।

শুক্রবার গাজায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী এদিন হামাস ১৩ ইসরায়েলিকে মুক্তি দেয়, যাদের সবাই নারী ও শিশু। একই সঙ্গে শুক্রবার ১১ বিদেশিকেও মুক্তি দিয়েছে হামাস। এই বিদেশিদের মধ্যে ১০ জন থাইল্যান্ড ও ১ জন ফিলিপাইনের নাগরিক।

চুক্তির শর্ত অনুযায়ী শুক্রবার ১৩ জন ইসরায়েলিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও হামাস আরও ১১ বিদেশিকেও মুক্তি দেয়। হামাস জানায়, ‘সৌজন্যতাবোধ’ থেকেই তাদের মুক্তি দিয়েছে তারা।

একই দিনে ইসরায়েলি কারাগারে থাকা ৩৯ ফিলিস্তিনি নারী ও শিশু বন্দীকেও মুক্তি দেওয়া হয়েছিল। চুক্তির শর্তে রয়েছে, প্রতি একজন জিম্মির পরিবর্তে তিন বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here