অবরোধের সমর্থনে জয়পুরহাটে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদল। এতে নেতৃত্ব দেন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী। রবিবার সন্ধ্যায় শহরের জয়পুরহাট-আক্কেলপুর সড়কে এই মশাল মিছিল বের করেন নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ, সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজাহাত হোসেন রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুমিন খন্দকার ডালিম, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী, শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান প্রমুখ।