আইপিএল: পুরোনো ঠিকানায় ফিরছেন হার্দিক পান্ডিয়া?

0

দুই বছর পর ঘরের ছেলে আবার ঘরে ফিরছে! আইপিএলে গুজরাট টাইটান্স ছেড়ে হার্দিক পান্ডিয়া নিজের ঘর মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে আসছেন, এটাই এখন বড় খবর। একাধিক ভারতীয় গণমাধ্যমের পাশাপাশি ইএসপিএনক্রিকইনফোর দাবি, শেষ মুহূর্তে বড় চমক না ঘটলে পান্ডিয়া তার পুরোনো দলেই ফিরছেন। 

ক্রিকইনফোর প্রতিবেদনে জানিয়েছে, পান্ডিয়াকে কেনা হবে পুরোপুরি নগদ টাকায়। আর এই জন্য মুম্বাইকে ১৫ কোটি রুপি দিতে হবে গুজরাটকে। এর সঙ্গে মুম্বাইকে ট্রান্সফার ফিও দিতে হবে। তবে সেই অঙ্কটা কত, তা অবশ্য জানানো হয়নি। এই ট্রান্সফার ফির ৫০ শতাংশ পেতে পারেন পান্ডিয়া। ধারণা করা হচ্ছে, এটা হতে পারে আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here