সাভারের আশুলিয়ায় ডাকাতদের গুলিতে মফিজুল ইসলাম নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে উপজেলার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার নয়াপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাত ৩টার দিকে কাঠগড়ার নয়াপাড়া এলাকার কামরুল হাসান শাকিলের বাড়িতে ডাকাতি করার জন্য ডাকাতরা জানালার গ্রীল কাটছিলেন। পরে বাড়ির সবাই বুঝতে পারেন যে ডাকাতরা জানালার গ্রীল কাটছে। এসময় তারা চিৎকার দিলে পাশের বাড়ির ভাড়াটিয়া স্থানীয় একটি পোশাক কারখানার সুইং অপারেটর মফিজুল ইসলাম (২৮) বাড়ির বাইরে বের হলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা ওই পোশাক শ্রমিককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে। এই ঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।