খিচুড়ি খেতে সবাই পছন্দ করেন। ভুনা খিচুড়ির পাশাপাশি সবজি খিচুড়িও স্বাদে অনন্য। আবার এটি স্বাস্থ্যকরও বটে। কারণ সব ধরনের সবজি দিয়ে রান্না করা হয় এই খিচুড়ি। এতে করে শরীর সব পুষ্টিগুণ একসঙ্গে পায়। খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই খিচুড়ি। চলুন জেনে নেই রেসিপি-
উপকরণ
১. চাল ২ কাপ
২. মুগ ডাল আধা কাপ
৩. মসুর ডাল আধা কাপ
৪. গাজর, আলু, ফুলকপিসহ বিভিন্ন সবজি পরিমান মতো
৫. পেঁয়াজ কুঁচি আধা কাপ
৬. আদা কুঁচি ২ চা চামচ
৭. হলুদ গুঁড়া আধা চা চামচ
৮. জিরা বাটা ১ চা চামচ
৯. রসুন কুঁচি ২ চা চামচ
১০. কাঁচা মরিচ ৫-৬টি
১১. তেজপাতা ২/৩টি
১২. দারুচিনি ২/৩টি
১৩. এলাচ ২/৩টি
১৪. লবণ স্বাদমতো
১৫. তেল আধা কাপ ও
১৬. ঘি ১ টেবিল চামচ।
চুলার আঁচ বাড়িয়ে দিন। ফুটে উঠলে নেড়েচেড়ে আঁচ কমিয়ে দিন। কিছুক্ষণ দমে রাখুন। নামানোর আগে ঘি দিয়ে পরিবেশন করুন। ব্যাস তৈরি হয়ে গেল সবজি খিচুড়ি।