রাজশাহীর ছয়টি আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির সাবেক ও বর্তমান একাধিক নেতা। দলের পদে আছেন এমন ও সাবেক নেতারা সংসদ নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন। এরই মধ্যে কেউ কেউ সংসদ সদস্য প্রার্থী হতে বিএনএমের মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন। দু-তিন দিনের মধ্যে অন্যরাও মনোনয়নপত্র সংগ্রহ করবেন।
নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করা বিএনপি নেতারা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন। বুধবার রাতেও এ নিয়ে বৈঠক হয়। ওই বৈঠকে বিএনপির কোন নেতা রাজশাহীর কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন, তা নিয়ে আলোচনা হয়। তবে আলোচিত ও জনপ্রিয় নেতারা আগ্রহ প্রকাশ না করায় আসন ছাড়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দলীয় সূত্র মতে, রাজশাহী-১ আসনে বিএনএম থেকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী বিএনপি কর্মী তাসকিয়া বিনতে নাজীব গ্রেসী। তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই দল থেকে নির্বাচনে অংশ নিতে সাবেক মন্ত্রী প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন বিএনএমে যোগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। বিএনএমের গোদাগাড়ী উপজেলা সভাপতি সামশুজ্জোহা বাবু বলেন, ‘আমিও নির্বাচনে অংশ নিতাম। কিন্তু আমাদের এ আসন থেকে বিএনপির একজন বড় নেতা আমাদের দলে যোগ দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ কারণে আমি তাকে জায়গা ছেড়ে দিচ্ছি।’ রাজশাহী-২ (সদর) আসনে বিএনএম থেকে নির্বাচনে অংশ নিবেন ব্যবসায়ী আবদুল বারী, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে অংশ নেবেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু। তিনি বিএনএমের কেন্দ্রীয় কমিটিতে আছেন। রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনএম থেকে নির্বাচনে অংশ নেবেন বাগমারার হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলার হরিরামপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছে রায়হান আলী ও আবদুস সামাদ। বিএনএমের রাজশাহী জেলা সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের দল নির্বাচনে অংশ নিচ্ছে। দল থেকে নির্বাচনে অংশ নিতে বিএনপির অনেক নেতা এরই মধ্যে যোগ দিয়েছেন। আরও অনেকেই যোগদানের প্রক্রিয়ায় আছেন।’ রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনকি সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, ‘রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু দলের সঙ্গে বেইমানি করে বিএনএমে যোগ দিয়েছেন বলে শুনেছি। তিনি রাজশাহী-৩ আসন থেকে নির্বাচনেও নাকি অংশ নেবেন। তবে দল এবং রাজশাহীর মানুষ তাকে ক্ষমা করবেন না। এর বাইরে আর কারা বিএনএমে যোগ দিয়েছেন সেটি বলতে পারব না।’