সুন্দর ভবিষ্যতে বিশ্বাস মাত্র ৩৬% আমেরিকানের

0

অর্থনৈতিক এবং সামাজিক অনেক সূচকে অগ্রগতি পরিলক্ষিত হলেও সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমেরিকানদের মধ্যে স্বপ্ন পূরণের বড় ধরনের হতাশা বিরাজ করছে। বিশ্বখ্যাত ওয়ালস্ট্রিট জার্নাল/এনওআরসি পরিচালিত সর্বশেষ এক জরিপ ফলাফলে (শুক্রবার প্রকাশিত) মাত্র ৩৬% আমেরিকান এখনও মনে করেন, নিষ্ঠার সাথে কঠোর শ্রম দিলে আমেরিকান স্বপ্ন পূরণ করা সম্ভব। গত বছর একই সংস্থা পরিচালিত জরিপে এমন মনোভাব পোষণ করেছিলেন ৬৮% আমেরিকান। 

অর্থাৎ বছরের ব্যবধানে নিজেদের ভবিষ্যত নিয়ে হতাশায় নিপতিত হবার হার প্রায় দ্বিগুণ হয়েছে। একই ধরনের জরিপে ২০১২ সালে ৫৩% এবং ২০১৬ সালে ৪৮% আমেরিকান নিজেদের ভবিষ্যত সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করেছিলেন। জরিপে অংশগ্রহণকারীরা মনে করছেন, চলমান রাজনৈতিক অস্থিরতায় অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আটকে রেখেছে, জীবন-মানের ক্ষেত্রেও স্থবিরতা পরিলক্ষিত হচ্ছে। জরিপে অংশগ্রহণকারী ৫০% বলেছেন, ৫০ বছর আগে আমেরিকানদের জীবন-যাত্রার তুলনায় এখন খুবই সঙ্গিন। 

ডেমক্র্যাটিক এবং রিপাবলিকান-উভয় পার্টির ভোটারের মধ্যেই সমান তালে নিজেদের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তার প্রকাশ ঘটেছে বলে জরিপ পরিচালনাকারীরা উল্লেখ করেন। 

প্রসঙ্গত: উল্লেখ্য, চলতি মাসেই এনবিসি নিউজের জরিপে মাত্র ১৯% আমেরিকান বলেছেন, তাদের শিশুদের ভবিষ্যত অবশ্যই চমৎকার হবে। ১৯৯০ সাল থেকে প্রায়ই এনবিসি নিউজ এমন জরিপ চালিয়ে আসছে, আগে কখনো এত কমসংখ্যক আমেরিকানের কাছে এমন জবাব পাওয়া যায়নি। রাষ্ট্র পরিচালনা এবং অর্থনীতি ব্যবস্থাপনায় প্রেসিডেন্ট বাইডেনের দুর্বলতার পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের গোয়ার্তুমি কথাবার্তায় সচেতন আমেরিকানরা এক ধরনের অস্বস্তিতে নিপতিত হয়েছেন। মুদ্রাস্ফীতি কাটিয়ে উঠার ক্ষেত্রে আশাব্যঞ্জক অগ্রগতি সত্বেও জনমনে সৃষ্ট হতাশার প্রভাব সামনের বছরের জাতীয় নির্বাচনেও পড়বে বলে জরিপ পরিচালনাকারী মন্তব্য করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here