৩০০ আসনে প্রার্থী দেবে সম্মিলিত মহাজোট

0

আট জোটের সমন্বয়ে গত ১১ নভেম্বর গঠিত হয়েছে ‘সম্মিলিত মহাজোট’। জোটের একমাত্র নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেস। তাদের প্রতীক ডাব। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে জোটটি।

গতকাল জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সম্মিলিত মহাজোটের প্রার্থী পরিচিতি ও ঘোষণা অনুষ্ঠান। এ সময় এ ঘোষণা দেন সম্মিলিত মহাজোটের আহ্বায়ক ও বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।

তিনি আরও বলেন, ‘দেশকে বাঁচাতে হলে আমাদের হাতে নির্বাচন ছাড়া আর কোনো পথ নেই। সমগ্র বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের নির্বাচনের দিকে। তাই এদেশের সব রাজনৈতিক দলকে নিজ দায়িত্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।’ 

সম্মিলিত মহাজোটের নেতা ও বাংলাদেশ কংগ্রেসের সিনিয়র ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন বলেন, ‘আজ আমরা ৩০০ আসনে প্রার্থিতা ঘোষণা দিয়েছি। আমাদের মহাজোট থেকে ৬০০ প্রার্থীর নাম ঘোষণা করেছি। সন্ধ্যা থেকে প্রার্থী যাচাই-বাছাই চলবে।’

এ সময় স্বাধীন জোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক মির্জা আজমের সঞ্চালনায় মহাজোটের প্রার্থিতা ঘোষণাকালে জাতীয় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের সদস্য সচিব আবু নাছের ওয়াহেদ ফারুক, গণতান্ত্রিক জোট বাংলাদেশের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক এস এম আশিক বিল্লাহ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক ফয়েজ হোসেন, বাংলাদেশ জাতীয় ইসলামী জোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ডা. গোলাম মোর্শেদ হাওলাদার এবং বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ও জাতীয় জোটের মুখপাত্র অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here