রোনালদো ম্যাজিকে আল-নাসেরের জয়

0

ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যাজিকে দাপুটে জয় পেল আল-নাসের। শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টায় সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল-নাসের ও আল-আখদৌদ। ম্যাচটিতে ৩-০ গোলে জয় পায় আল-নাসের। দলের হয়ে রোনালদো জোড়া গোল করেন। এছাড়া অন্য গোলটি গোল করেন সামি আল-নাজি। 

ম্যাচের ১৩ মিনিটে সামি আল-নাজি গোল করে দলকে এগিয়ে নেন। এরপরে ৭৭ ও ৮০ মিনিটে জোড়া গোলের ভেলকি দেখান রোনালদো। সামির গোলে সহায়তা করেছেন ডিফেন্ডার সুলতান আল-ঘানাম। এদিকে ম্যাচটিতে পর্তুগিজ সুপারস্টার ইনজুরিতে ভুগেছেন। প্রতিপক্ষের ডি-বক্সের মধ্যে আক্রমণে নেমে পিঠে চোট পান তিনি। তবে সেটিকে পেছনে ফেলে দুর্দান্ত গোল উপহার দিয়ে নায়ক বনে যান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here