মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় ইব্রাহীম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত ইব্রাহীম উপজেলার মাদবরেরচর ইউনিয়নের লপ্তীকান্দি এলাকার হিরু খানের ছেলে ও মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
শুক্রবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের শিকদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, একটি দুঃখজনক ঘটনা। আমরা খোঁজ খবর নিচ্ছি।