বাংলা ড্রেজার দিয়ে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় দুইজনকে হাতে নাতে ধরেছে নৌ-পুলিশ। কুষ্টিয়ার রানাখড়িয়া থেকে দেশীয় তৈরি বাংলা ড্রেজারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজন সম্পর্কে বাবা-ছেলে।
পাবনার ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ থানা পুলিশের (ওসি) এমদাদ হোসেন বলেন, শুক্রবার দুপুরে অভিযানে গেলে তিনটি ডিজেল ইঞ্জিনের ৬৫ ফুট দীর্ঘ একটি বাংলা ড্রেজারে বালু তুলতে দেখা যায়। ড্রেজারটি জব্দ করে এর মালিক আসাদুল শেখ (৫০) ও তার ছেলে আশিক ইসলাম (২২) কে গ্রেফতার করা হয়। এদের বাড়ি মিরপুর উপজেলার রানাখড়িয়া পশ্চিমপাড়ায়।