রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় প্রাণ গেল নারীর

0

সাভারে একটি বাসের চাপায় রশিদা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাস ও চালককে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় আরিচাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাশিদা বেগম রংপুর জেলার মিঠাপুকুর থানার ছরান বালুয়া গ্রামের খাদেমুল ইসলাম খাজা মিয়ার স্ত্রী। তিনি সাভারের ফুলবাড়িয়া এলাকায় মেয়েদের বাসায় থাকতেন।  

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আ. খালেক গণমাধ্যমে বলেন, ওই নারী ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় গোপালগঞ্জগামী একটি বাসচাপায় নিহত হন। এ ঘটনায় রেজাউল নামে বাসের চালককে আটক ও বাসটিকে জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here