২৫ বছর পর ফের করণ জোহরের ছবিতে সালমান খান

0

বলিউডে করণ জোহরের আইকনিক ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে ২৫ বছর আগে অভিনয় করেন সালমান খান। এরপর আর করণ জোহরের ছবিতে সালমান খানকে পাওয়া যায়নি। যদিও সিনেমাপ্রেমীদের অনেক দিনের চাওয়া করণের নির্মাণে সালমান কাজ করুক। সেই অপেক্ষার পালা অবশেষে শেষ হতে চলেছে। যদিও ছবিটি নিজে পরিচালনা করছেন না করণ, তার ধর্মা প্রডাকশন ছবিটি প্রযোজনা করবে। জুম টিভির সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে সালমান খান তার আসন্ন সিনেমার বিষয়ে কিছু ইঙ্গিত দিয়েছেন।

তিনি জানিয়েছেন যে তিনি পরবর্তী সময়ে ‘দ্য বুল’ নামে একটি চলচ্চিত্র করছেন। ধর্মা প্রডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করবেন করণ জোহর। সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি অভিনীত জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র ‘শেরশাহ’-এর পরিচালক বিষ্ণুবর্ধন সালমানের সিনেমাটি পরিচালনা করবেন। শোনা যাচ্ছে, এই অ্যাকশন থ্রিলারে আধাসামরিক বাহিনীর অফিসারের ভূমিকায় দেখা যাবে সালমানকে। এটি সম্পর্কে আর কিছু জানাননি অভিনেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here