রাষ্ট্রীয় অর্থ লোপাট করে দলছুটদের দিয়ে সরকার নতুন দল বানাচ্ছে: রিজভী

0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনপ্রিয় রাজনৈতিক দল কখনো অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভাগিয়ে নেয় না। কাজটা করে গ্রাম্যমোড়ল, গ্রাম্যটাউট ও বাজে লোক। তারা এসব কাজ করে অন্য মানুষের বাড়ি থেকে লোক ভাগিয়ে নেয়, সেই কাজ এখন করছে আওয়ামী লীগ।’

শুক্রবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘দলের মধ্যে নানাভাবে সুবিধাবাদীরা ঢুকে পড়ে, উচ্ছিষ্টভোগীরা ঢুকে পড়ে— এ লোকগুলোই তারা পায়। এরশাদের সময়ে আমরা দেখেছি, এসব লোক নিয়ে এরশাদ দল গঠন করে, সরকার গঠন করে। এই সরকারও এখন একই কায়দা অনুকরণ করছেন। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে জনগণকে দমন করার জন্য যত ধরনের নিষ্ঠুর পদক্ষেপ আছে, সেগুলো তারা গ্রহণ করছে। অন্যদিকে চলছে রাষ্ট্রীয় টাকা লোপাট করে দলছুটদের নিয়ে দল বানানোর কারসাজি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here