বিদেশি কূটনীতিকদের নিয়ে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল টুর্নামেন্ট

0

ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের অংশগ্রহণে শুরু হয়েছে চতুর্থ অ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্ট। রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ মোট ১৬ টিমের অংশগ্রহণে নকআউট পদ্ধতিতে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ‘চতুর্থ অ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৬টি দেশের অ্যাম্বাসিকে এক করে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা এতটা সহজ কাজ নয়। এই টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, এর মাধ্যমে বিভিন্ন দেশের হাইকমিশনে কর্মরতরা নিজেদের মধ্যে ভালো এবং সুন্দর সময় অতিবাহিত করতে পারবেন। এই ফুটবল টুর্নামেন্টে সবার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।  

শাহরিয়ার আলম বলেন, খেলাধুলা পছন্দ করে এমন একটা দেশ হচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী খেলাধুলা খুব পছন্দ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও একজন খেলোয়াড় ছিলেন। বঙ্গবন্ধু একটি ম্যাচে দু’টি গোল দিয়েছিলেন। এ কথা আমি জাকারিয়া পিন্টুর কাছ থেকে জানতে পেরেছি। জাতির পিতা তখন জাকারিয়া পিন্টুকে বলেছিলেন ‘তুই খেল’। কারণ জাতির পিতা মানুষের ইমোশন বুঝতেন, তিনি মানুষের লক্ষ্য ঠিক করে দিতেন। সেই জাকারিয়া পিন্টু স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হন।  

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলায় একটা কথা আছে যেটা অবশ্য অনেকেই ক্রিকেট ওয়ার্ল্ড কাপের পরে শুনতে পছন্দ করবেন না। যেটা আমাদের বাংলায় বলে, জয়-পরাজয় বড় কথা না অংশগ্রহণই হচ্ছে বড় বিষয়।  

তিনি বলেন, এই টুর্নামেন্টের জন্য ভেন্যু ব্যবহার করতে দেওয়ায় আমি বসুন্ধরা গ্রুপকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। টি স্পোর্টসকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা এই খেলাটি সম্প্রচার করছে। এসময় বসুন্ধরার পক্ষ থেকে উপস্থিত অ্যাম্বাসেডরদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here