মুক্তির আগেই ১০০ কোটি রুপি আয় ‘ডাঙ্কি’র

0

চলতি বছরে ভারতের বক্স অফিসে ‘পাঠান’ ও ‘জওয়ান’ ঝড় শেষ হতে না হতেই এবার আলোচনায় শাহরুখ খানের আরও এক ছবি ডাঙ্কি। রাজ কুমার হিরানি পরিচালিত এ সিনেমা আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে। কিন্তু মুক্তির আগেই মোটা অঙ্কের অর্থ আয় করেছে সিনেমাটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শাহরুখ খান ও পরিচালক হিরানি দুজনেই ‘ডাঙ্কি’ সিনেমার লাভের অংশীদার। ‘জওয়ান’ সিনেমার পথে হেঁটেই নন থিয়েট্রিকাল (ওটিটি কিংবা টেলিভিশন চ্যানেল) স্বত্ত্ব মুক্তির আগেই ১০০ কোটি রুপিতে বিক্রি করেছে। সিনেমাটির টিজার ও গান মুক্তি পেয়েছে। আর তা দেখেই বক্স অফিস বিশ্লেষকরা দাবি করেছেন- সিনেমাটি হাজার কোটি রুপির বেশি আয় করবে।

আর ‘ডাঙ্কি’ সিনেমার বাজেট ৮৫ কোটি রুপি। তবে এই বাজেটের মধ্যে তারকাদের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নেই। শাহরুখ খানের সঙ্গে প্রথমবার ‘ডাঙ্কি’ সিনেমায় কাজ করলেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। এছাড়াও অভিনয় করেছেন- দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here