মাগুরার শ্রীপুরে মেরিনা বেগম (৩০) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী মোসলেম উদ্দিন পলাতক রয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার আমলসার ইউনিয়নের চরপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মেরিনা বেগম রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার বনগ্রাম গ্রামের মৃত সৈয়দ আলী মণ্ডলের মেয়ে।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে হচ্ছে। ঘটনার পর থেকে স্বামী মোসলেম উদ্দিন পলাতক রয়েছেন। তাকে আটক করতে পুলিশি অভিযান চলছে।