ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে কাঁদিয়ে শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপে জয়ী হতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মিচেল মার্শ। বিশ্বকাপের জয়ে অতি উল্লাসিত হয়ে ট্রফিতে পা তুলে বিশ্রাম নিতে দেখা গেছে অজির এই ক্রিকেটারকে। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন জনপ্রিয় দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেন ও উর্বশী রউতেলা।
উর্বশী বেশ কটি ছবি পোস্ট করে অস্ট্রেলিয়ান ও ভারতীয় জাতির সম্মানের রীতি তুলে ধরেছেন। পাশাপাশি ক্যাপশনে তিনি লিখেছেন, মিচেল মার্শ, বিশ্বকাপ ট্রফির প্রতি কিছুটা সম্মান তো দেখান। মিচেল ঠাণ্ডা মেজাজে ট্রফির ওপরে পা দিয়ে রেখেছেন।
উল্লেখ্য, ইতোমধ্যে মিচেল মার্শের বিশ্বকাপ ট্রফির ওপরে পা রাখা কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা দেখে ব্যাপক চটেছেন ক্রিকেটপ্রেমীরা। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি অস্ট্রেলিয়া টিম কিংবা মিচেল মার্শ।