রুশ ড্রোন হামলায় নিহত ৮; দাবি ইউক্রেনের

0

রুশ ড্রোন হামলায় ইউক্রেনের কিয়েভ অঞ্চলে অন্তত আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাশিয়া এ হামলা চালায় বলে অভিযোগ করেছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা।

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় রুশ ড্রোন হামলায় আটজন মারা গেছেন, সাতজন আহত এবং একজনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে চারজন আছে বলে ধারণা করা হয়েছে।

কিয়েভের পুলিশপ্রধান আন্দ্রি নেবিতোভ বলেন, একটি ড্রোন রিজিশচিভ শহরের একটি ছাত্রাবাস ভবনে আঘাত করেছিল। হামলার পর ২০০ জনেরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান নেবিতোভ।

সূত্র: সিএনএন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here