বগুড়ার কাহালুতে খড় বোঝাই ভটভটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দেওগ্রাম-তালোড়া সড়কের ডিপতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপচাঁচিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিভিয়ে ফেলে।
স্থানীয়রা জানান, তিন থেকে চারটি মোটরসাইকেল যোগে কয়েকজন এসে খড়বোঝাই ভটভটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।