বিশ্বকাপ মিশনেশেষে দুবাইয়ে কিছুদিন কাটিয়ে মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন কেন উইলিয়ামসনরা। পরের দিন সিলেটে গেলেও অনুশীলন করেছেন গতকাল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ কয়েকদিন সময় পাচ্ছেন তারা।
গ্লেন ফিলিপস সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপভোগের কথাই বললেন, ‘ভালো লাগছে অনুশীলন করতে পেরে। যদিও আমাদের প্রত্যাশার চেয়ে পিচে সবুজ ঘাস ছিল। যেটাই হোক, সব দিক থেকে ভালো অনুশীলন হয়েছে। ছেলেরা ব্যাটিং-বোলিং করতে পারায় ভালো একটা দিন গেছে।’
নিজের ভূমিকা নিয়ে ফিলিপস বলেন, ‘আমিই একমাত্র অফ স্পিনার যে কিনা সাহায্য করতে পারি। আমার মনে হয়, বাংলাদেশের লাইনআপে কয়েকজন বাঁহাতি রয়েছেন। আশার করি, বোলিং দিয়ে তাদের চাপে ফেলতে পারব।’