সাজেকে ট্রাক খাদে পড়ে চালক নিহত

0

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ট্রাক খাদে পড়ে চালক মনু মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার গোলজার আহম্মেদ।

বৃহস্পতিবার রাতে উদয়পুর সীমান্ত সড়কের ছয়নালা ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত হেলপার গুলজারকে উদ্ধার পাশের জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here