ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী আসাদুজ্জামান নুর ওরফে তুরাগ হত্যার মূল পরিকল্পনাকারী আসামি কানা তুষারকে (৩৬) গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। কোতয়ালী থানার পুলিশের একটি চৌকশ টিম বৃহস্পতিবার ভোরে বরিশালের বাবুগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এসময় কানা তুষারের হেফাজতে থাকা ১টি পিস্তল, ১টি গুলি, ২ রাউন্ড ম্যাগজিন উদ্ধার করা হয়। দুপুরে জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য সাংবাদিকদের জানানো হয়।
এরপরও তুরাগ হত্যাকান্ডের মূল হোতে কানা তুষার ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। অবশেষে কোতয়ালী থানা পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে কানা তুষারকে বরিশাল হতে গ্রেফতার করে। কানা তুষারকে গ্রেফতারের মাধ্যমে তুরাগ হত্যার সাথে জড়িত সকল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ফরিদপুর জেলা পুলিশ।