ঠাকুরগাঁওয়ে ৬৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

0

‘মুজিব বর্ষের অঙ্গীকার, সুরক্ষিত রাখিব বর্ডার’ এই মূলমন্ত্র সামনে রেখে ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) অভিযানে উদ্ধারকৃত প্রায় ৬৮ লাখ টাকা মূল্যের ফেনসিডিল, মদ, গাজা, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১১ প্রকার মাদক ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ৫০ বিজিবি ব্যাটালিয়ন দপ্তরের মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

সভায় ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার, বিজিবি সৈনিক, অসামরিক সদস্যবৃন্দ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২৩ সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় ৬৮ লাখ টাকার মাদকদ্রব্যের মধ্যে ছিল ১০ হাজার ৭৭৭ বোতল ফেনসিডিল, এক হাজার ৮২ বোতল বিদেশি মদ, ১২ কেজি গাঁজা, বাংলা মদ সাড়ে ৩ লিটার, ইয়াবা ট্যাবলেট ৩৭৬ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট ১০ হাজার ৩৯৮ পিস সহ আরো কয়েক প্রকার মাদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here