ভারতে ডিপফেক ভিডিও তৈরি ও প্রচারে আসছে জরিমানার বিধান

0

ডিপফেক প্রযুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সম্প্রতি অভিনেত্রী রাশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও ঘিরে তোলপাড় হয়েছিল। যে ঘটনায় এফআইআর দায়ের করেছিল দিল্লি পুলিশ। এবার এই বিষয়ে মুখ খুললেন দেশটির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানালেন ডিপফেক রুখতে নতুন আইন কিংবা বর্তমান আইনের সংশোধন করার কথা ভাবছে কেন্দ্র। শিগগিরি এই সংক্রান্ত পদক্ষেপ করা হবে।

অশ্বিনী বৈষ্ণব  জানিয়েছেন, ডিপফেক ভিডিওর নির্মাতা ও যে প্ল্যাটফর্মে সেগুলো শেয়ার করা হবে তাদের কড়া জরিমানার মুখে পড়তে হবে। এদিন সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ থেকে এআই বিভাগের অধ্যাপকদের সঙ্গে বৈঠক করেছেন অশ্বিনী। এরপর তাকে বলতে শোনা যায়, গণতন্ত্রের জন্য নতুন বিপদ হয়ে দাঁড়িয়েছে ডিপফেক। এর ধাক্কায় সমাজ ও তার প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here