ল্যাপটপ ব্যবহারে অনেকেই ব্যাটারি নিয়ে ঝামেলায় পড়েছেন। নতুন ল্যাপটপ কেনার কিছু দিন পরই নষ্ট হয়ে যায় ব্যাটারি। তবে পুরনো হলে এই সমস্যা বেশি দেখা যায়। শুরু থেকেই যদি সঠিকভাবে ল্যাপটপের যত্ন নেন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
চলুন জেনে নেওয়া যাক ল্যাপটপের ব্যাটারি ভালো রাখতে ব্যবহারের সময় যেসব ভুল করবেন না-
♦ ল্যাপটপের স্টোরেজ ভর্তি থাকলে প্রসেসর ঠিকভাবে কাজ করতে পারে না। এতে ব্যাটারির ওপর চাপ পড়ে। ফলে সহজেই ল্যাপটপ গরম হয়ে যায় এবং একটুতেই চার্জ শেষ হয়ে যায়। ব্যাটারিও ধীরে ধীরে খারাপ হতে থাকে।
♦ ল্যাপটপে কখনোই অন্য কোনো চার্জার ব্যবহার করবেন না। লোকাল চার্জার ব্যবহারে ল্যাপটপের ব্যাটারি ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। এসব চার্জার ল্যাপটপের ব্যাটারি চার্জ করার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে পারে না, যার কারণে ল্যাপটপের ব্যাটারি গরম হয়ে যায়। তাই চেষ্টা করুন সব সময় ল্যাপটপের আসল চার্জার ব্যবহার করতে।