বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের নামে সড়কে চলাচলরত যানবাহনে হামলা, অগ্নিসংযোগসহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শান্তি মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কেন্দুয়া এলাকায় নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়ার পক্ষে কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলামের নেতৃত্বে এ শান্তি মিছিল করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান তারেক, কামাল হোসেন কমল, রিটন প্রধান, আমিনুল হক খোকন, ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম খোকনসহ অনেকে।