বরিশালে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। অপরদিকে নগরীর সাগরদি দরগাহ বাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি। অবরোধে দূরপাল্লা রুটে সিমীত যান চলাচল ছাড়া তেমন প্রভাব পড়েনি জনজীবনে।
৬ষ্ঠ দফায় টানা দুই দিনের অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মহানগর বিএনপির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিএনপির আইনজীবীদের অংশগ্রহণে মিছিলটি আদালত চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল।
অপরদিকে টানা ২ দিনের অবরোধে বরিশাল থেকে দূরপাল্লা রুটে সিমীত পরিসরে যানবাহন চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। স্থানীয় রুটের বাস এবং লঞ্চ চলাচল করলেও যাত্রী কম। নগরীর অভ্যন্তরে থ্রি হুইলার এবং অটোরিকশা চলেছে অন্য দিনের মতো। নগরীর দোকানপাঠ, অফিস-আদালত, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে।
অনাকাংখিত ঘটনা রোধে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ এবং আনসার মোতায়েন রয়েছে। এছাড়া টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।