ছবিতে থাকা লেখা গুগল ট্রান্সলেটে যেভাবে অনুবাদ করবেন

0

 নতুন একটি ফিচার যুক্ত হয়েছে গুগল ট্রান্সলেটে যার মাধ্যমে ছবিতে থাকা লেখা তাৎক্ষণিক অনুবাদ করতে পারবেন। যার ফলে এখন থেকে অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েবে প্ল্যাটফর্মে খুব সহজেই লেখা অনুবাদ করা যাবে। 

আইওএস ক্যামেরা দিয়ে লেখা অনুবাদ করার নিয়ম:

অ্যান্ড্রয়েড ক্যামেরা দিয়ে লেখা ট্রান্সলেট অনুবাদ করার নিয়ম :

অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট খুলে ট্রান্সলেট অ্যাপ চালু করতে হবে। যে ভাষাগুলো থেকে অনুবাদ করতে চান তা সিলেক্ট করতে হবে। ভাষা সিলেক্ট করে তাতে ক্লিক করতে হবে। যে ভাষায় অনুবাদ করতে চান তা নির্বাচন করতে হবে। অ্যাপের হোম স্ক্রিনে, ক্যামেরা অপশনে ক্লিক করতে হবে। ইতোমধ্যে ক্যাপচার করা রয়েছে এমন একটি ছবি থেকে লেখা অনুবাদ করতে নির্দিষ্ট ছবিটি সিলেক্ট করতে হবে। অনুবাদ করতে চান এমন লেখার দিকে ক্যামেরা নির্দেশ করতে হবে।  ক্যামেরা ভিউতে অনূদিত লেখা ফ্রিজ করতে, শাটার প্রেস করতে হবে। 

ওয়েব থেকে লেখা ট্রান্সলেট অনুবাদ করার নিয়ম :

প্রথমে ডেস্কটপে গুগল ট্রান্সলেট ওয়েবসাইট খুলতে হবে। উপরের বাম দিকে পিকচার ট্যাবে ক্লিক করতে হবে অনুবাদ করা প্রয়োজন এমন ছবি ব্রাউজ করতে হবে। অনুবাদের জন্য জেপিজি, জেপিইজি বা পিএনজি ছবি আপলোড করতে পারেন। স্ক্রিনে আসল এবং অনুবাদিত ছবি দেখতে পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here