ঢাকা-কক্সবাজার ট্রেনের টিকিট বিক্রি শুরু

0

ঢাকা-কক্সবাজার রুটের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার পর থেকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে টিকিট পাওয়া যাচ্ছে। ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামের এই ট্রেনের ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট পাওয়া যাচ্ছে আজ। ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজারে দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলবে ১ ডিসেম্বর থেকে।

গত ১১ নভেম্বর চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন নির্মিত ১০১ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপাতত এই পথে ঢাকা থেকে দিনে একটি ট্রেন চলবে। ট্রেনটি রাত সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে যাত্রা করে চট্টগ্রামে রাত ৩টা ৪০ মিনিটে পৌঁছবে। সেখানে ২০ মিনিট যাত্রাবিরতি দেবে। কক্সবাজারে পৌঁছবে সকাল ৬টা ৪০ মিনিটে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here