ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, ইসরায়েলের কারাগারে আটক সমস্ত ফিলিস্তিনি বন্দি মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধবন্দি ইসরায়েলি সেনাদের মুক্তি দেওয়া হবে না। ইসরায়েলের সাথে চার দিনের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একথা বলেছে জিহাদ আন্দোলন।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, হামাস এবং ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় ও গাজায় যুদ্ধ থামানোর জন্য কঠোর প্রচেষ্টা এবং দীর্ঘ আলোচনার পর ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিটি সই হয়েছে। তবে এখনই বন্দি ইসরায়েলি সেনারা প্রতিরোধ যোদ্ধাদের হাত থেকে মুক্তি পাবে না।